Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে খাগড়াছড়ি জেলায় বড় ধরনের রাজনৈতিক রদবদল ঘটেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার ত্রিপুরার নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভুইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে তারা এই যোগদান সম্পন্ন করেন।

এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া বিপ্লব কুমার ত্রিপুরা জানান, তারা কঠোর পরিশ্রমে খাগড়াছড়িতে এনসিপিকে প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু দলটি গণঅভ্যুত্থানের চেতনা বা 'স্পিরিট' উপেক্ষা করে জামায়াতে ইসলামীর সাথে নির্বাচনী জোট করায় তারা সংক্ষুব্ধ। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি পাহাড়ের উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ওয়াদুদ ভুইয়ার কোনো বিকল্প নেই। সেই বিশ্বাস থেকেই আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে বিএনপিতে এসেছি।”

নবাগতদের স্বাগত জানিয়ে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থানবিষয়ক সহসম্পাদক ওয়াদুদ ভুইয়া বলেন, “কিছুটা দেরি হলেও তারা রাজনীতির ময়দানে সঠিক দিশা ও ঠিকানা খুঁজে পেয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণে তাদের এই যোগদান পাহাড়ের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

শহরের কলাবাগানস্থ বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এমএন আবছারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খাগড়াছড়িতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন দল থেকে বিএনপিতে যোগদানের হিড়িক পড়েছে। এর আগে গত ২৪ নভেম্বর শিবিরের সাবেক জেলা সাধারণ সম্পাদকের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী ছাত্রদলে যোগ দিয়েছিলেন। সব মিলিয়ে জেলায় সহস্রাধিক নেতাকর্মী গত কয়েক সপ্তাহে বিএনপিতে নাম লিখিয়েছেন, যা আসন্ন নির্বাচনে ওয়াদুদ ভুইয়ার অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

মানবকণ্ঠ/আরআই