Image description

ময়মনসিংহের ভালুকায় ভালুকা-বাটাজোড় সড়কের আজিজুল মেম্বারবাড়ী মোড়ে মাছবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় তিনি নির্বাচনী প্রশিক্ষণ শেষে মোটরসাইকেলযোগে ভালুকা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি মাছবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত আবু বকর সিদ্দিক উপজেলার কাচিনা ইউনিয়নের খানপাড়া এলাকার মৃত আলীম উদ্দিন খানের ছেলে। তিনি ৭৮ নম্বর পশ্চিম পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ভালুকা মডেল থানার এসআই গোবিন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।