বরিশাল সিটি নির্বাচন: খোকন ও সাদিক সমর্থকদের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা

মহান মে দিবস উপলক্ষে বরিশালে পাল্টাপাল্টি কর্মসূচির আয়োজন করেছেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও আসন্ন নির্বাচনে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতের সমর্থকরা। একই স্থানে দুই মঞ্চে এমন আয়োজনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে নগরজুড়ে।
অন্যদিকে অভিযোগ তোলা হয়েছে খোকন সেরনিয়াবাতের পক্ষে নির্বাচন পরিচালনার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পরীক্ষিত নেতকর্মীদের বাদ দিয়ে একতরফা কমিটি গঠন করা হয়েছে।
রোববার দুপুর ১টার দিকে খোকন সেরনিয়াবাতের সমর্থক জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার, মহানগর শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহামুদ, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, সাবেক ছাত্রলীগ নেতা মঈন তুষার, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীম উদ্দিনসহ অন্য নেতারা বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আসেন। মে দিবস পালনের লক্ষ্যে সোহেল চত্বরে তারা মঞ্চ নির্মাণের কাজ শুরু করেন। দুপুর ২টার পর দলীয় কার্যালয়ের সামনেই মঞ্চ তৈরির কাজ শুরু হয়।
অন্যদিকে বিকালে মোটরসাইকেল মহড়া নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসেন মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহম্মেদ মান্না। এরপর মেয়র সাদিক আবদুল্লাহর এপিএস মুস্তফা জামান মিলন ও ক্যামেরাম্যান রিজন সিটি করপোরেশনের গাড়িতে চড়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আসেন। পরে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজীব হোসেন খান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সিটি করপোরেশনের প্রধান রোড ইন্সপেক্টর সাজ্জাদ সেরনিয়াবাত এবং আতিক উল্লাহ মুনিম পৃথক মোটরসাইকেল বহর নিয়ে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন। কিছুক্ষণ পর উপস্থিত হন মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল এবং মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদিক আবদুল্লাহর সমর্থকরা দলীয় কার্যালয়ের সামনে এসে খোকন সমর্থকদের নির্মাণাধীন মঞ্চের পাশে ডেকোরেটরের কর্মীদের মঞ্চ তৈরির নির্দেশ দেন। এরপর কয়েকটি গ্রুপে ভাগ হয়ে তারা নগরীতে মোটরসাইকেল বহর নিয়ে মহড়া দিতে বের হন।
সাদিক আবদুল্লাহর অনুসারী মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহম্মেদ মান্না বলেন, মহান মে দিবস উপলক্ষে রোববার বিকালে আলোচনা সভার আয়োজন করেছে জেলা ও মহানগর শ্রমিক লীগ। এই কারণে মঞ্চ নির্মাণের স্থান দেখতে আমরা গিয়েছিলাম। এ ছাড়া অন্য কিছু নয়।
অন্যদিকে ব্রজমোহন কলেজ ছাত্র কর্মপরিষদের ভিপি মঈন তুষার ও মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান বলেন, মহানগর ও জেলা শ্রমিক লীগের আয়োজনে রোববার বেলা ১১টায় মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দলীয় কার্যালয়ের সামনে সোহেল চত্বরে এই আয়োজন করা হয়। জেলা ও মহানগর শ্রমিক লীগের নেতারা মঞ্চ নির্মাণের স্থানও পরিদর্শন করেন।
উদ্ভূত পরিস্থিতিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ফজলুল করিম বলেন, পাল্টাপাল্টি মঞ্চ বানানো হলেও সেখানে অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।
উল্লেখ্য, আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী খোকন সেরনিয়াবাতের নির্বাচন পরিচালনার জন্য ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রোববার বিকালে মেয়রপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিবাত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৬ সদস্যের ওই কমিটিতে বর্তমান বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম ছাড়া আর কাউকে রাখা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। কমিটিতে বাকি ১৫ জনই সাবেক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। ঘোষিত কমিটিতে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সমর্থিত কাউকে না রাখা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘোষিত কমিটিতে রয়েছেনÑঅ্যাডভোকেট কে বি এস আহম্মেদ কবীর, অ্যাডভোকেট লক্ষর নুরুল হক, অ্যাডভোকেট আফজালুল করিম, অ্যাডভোকেট আনিস উদ্দিন আহম্মেদ শহীদ, মীর আমিন উদ্দিন মোহন, রেজাউল হক হারুন, শাহজাহান হাওলাদার, নিজামুল ইসলাম নিজাম, আফতাব হোসেন, বলরাম পোদ্দার, মো. হুমায়ুন কবির, মাহমুদুল হক খান মামুন, শাহীন সিকদার, অসীম দেওয়ান, জসিম উদ্দিন এবং মঈন তুষার।
বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) তার নির্বাচন পরিচালনার জন্য ১৬ সদস্যের একটি কমিটি গঠন করে গঠিত কমিটির ওপর দায়িত্ব অর্পণ করেছেন।
এ বিষয়ে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর বলেন, অরাজনৈতিকভাবে ১৬ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আমাদের না রাখা হলেও আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে নৌকা প্রতীকের পক্ষে কাজ করব।
আর বর্তমান বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম বলেন, কোথায় আছি, না আছি এটা মুখ্য বিষয় নয়, আমি নৌকার পক্ষে আছি, কাজ করছি।
তবে বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীম উদ্দীন বলেন, আসন্ন বরিশাল সিটি কপোরেশন নির্বাচন সামনে রেখে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কেউ বাদ পড়লে পরবর্তী সময়ে আরও একাধিক কমিটি গঠন করা হবে। কমিটিতে যারা বাদ পড়েছেন তাদের অন্তর্ভুক্ত করা হবে।
Comments