Image description

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পণ্যবাহী কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। 

উপজেলার বরিশাল-খুলনা মহাসড়কে নৈকাঠি এলাকার পালবাড়ি নামক স্থানে বসুন্ধরা গ্রুপের এলপি গ্যাস সিলিন্ডার বহনকারী কাভার্ডভ্যানের সঙ্গে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

শুক্রবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পূর্ব রাজাপুর গ্রামের আলী হায়দার হোসেন মহারাজ এবং আংগারিয়া গ্রামের আনোয়ার তালুকদার শাহিন। এদের মধ্যে শাহিন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। দুজনেরই বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে। 

পুলিশ জানায়, ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে ড্রাইভার ও হেল্পার পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে। 

সাতুরিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মাইনুল হায়দার নিপু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, নিহতদের উদ্ধার করে রাজাপুর হাসপাতালের নেওয়া হয়েছে। মরদেহ শনিবার (২৮ জানুয়ারি) ঝালকাঠি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।