
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নির্ধারিত সময় বিকেল ৪টা শেষ হলেও, কেন্দ্রগুলোতে এখনো ভোটারদের উপস্থিতি থাকায় ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত রেখেছেন নির্বাচনী কর্মকর্তারা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনে অবস্থিত ১৮টি হল ও একটি হোস্টেলের শিক্ষার্থীদের জন্য ভোটগ্রহণ চলছে। বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, এখনো কিছু ভোটার লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন আগেই স্পষ্ট করেছিলেন যে, বিকেল ৪টার মধ্যে যারা নির্বাচনী চৌহদ্দির মধ্যে থাকবেন, তাদের ভোট নেওয়া হবে। তিনি বলেছিলেন, "ধীর গতিতে হোক আর যাই হোক; আমরা বলেছি, ৪টা পর্যন্ত কেন্দ্রের চৌহদ্দিতে যদি থাকে- যতক্ষণ পর্যন্ত ভোট নিতে হয়, ততক্ষণ পর্যন্ত আমরা ভোট নেব।"
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে মোট ১৫টি ভোটকেন্দ্রে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা কাজ করছেন। এছাড়া, নির্বাচন পর্যবেক্ষণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কেন্দ্রগুলোতে ২৫০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
Comments