Image description

সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে আফগানিস্তান। যেখানে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন ইব্রাহিম জাদরান। এমন পারফরম্যান্সে সিরিজ সেরা হয়েছেন তিনি। তবে এবার জরিমানা গুনতে হচ্ছে আফগানিস্তানের এই ব্যাটারকে।

শেষ দুই ওয়ানডেতে পর পর দুটি ৯৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এবার তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে। বাংলাদেশে বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আইসিসির আচরণবিধি ভঙ্গের জন্য এই শাস্তি দেয়া হয়েছে তাকে।

শেষ ম্যাচে আফগানিস্তানের ইনিংসের ৩৭তম ওভারের ঘটনা। ৯৫ রান করে আউট হওয়ার পর ইব্রাহিম ড্রেসিংরুমের কাছাকাছি একটি সরঞ্জামে ব্যাট দিয়ে আঘাত করেন। যা লাইভ টেলিকাস্টে স্পষ্ট দেখা যায়। এই বিষয়টি ম্যাচের আম্পায়ার ও ম্যাচ রেফারির নজর এড়ায়নি।

এমন আচরণে আইসিসির আচরণবিধির ২.২ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন ইব্রাহিম। যা আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জাম, পোশাক, মাঠের সামগ্রী বা স্থাপনা ক্ষতিগ্রস্ত করার সঙ্গে সম্পর্কিত। 

ম্যাচ শেষে ইব্রাহিম ম্যাচ রেফারি গ্রায়েম ল্যাবরয়ের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। এর ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।