Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণাকে ঘিরে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (১৫ অক্টোবর) রাত ৮টা থেকে ক্যাম্পাসের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় মুখোমুখি অবস্থান নেয় ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশের কর্মকর্তারা। একপর্যায়ে উভয়পক্ষকে নিবৃত করতে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও র‍্যাবের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। 

ছাত্রদলের চবি শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, বহিরাগত শিবির কর্মীরা এসে উসকানিমূলক আচরণ করছে। তারা সেখানে অবস্থান নিয়েছে।

অন্যদিকে শিবির সমর্থিত জোটের ভিপি প্রার্থী ইব্রাহীম হোসেন রনি বলেন, ছাত্রদল এসে স্লোগান দিয়ে উসকানি দিচ্ছে। আমরা সংঘর্ষ চাই না।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ভবনে এখন ভোট গণনা শেষের দিকে। কোনো কোনো ফলাফল ঘোষণা করা হচ্ছে, আবার কোনো কোনো কেন্দ্রে ফলাফল প্রস্তুত হচ্ছে। নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক কেএম আরিফুল হক সিদ্দিকী জানিয়েছেন, আনুমানিক ৬০ শতাংশ ভোট পড়েছে। চাকসুর ২৬টি পদে ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদের ২৪টি পদে ৪৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলাফল ধাপে ধাপে ঘোষণা করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপন করা ১৪টি এলইডি স্ক্রিনে তা সরাসরি দেখানো হচ্ছে।