Image description

বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে মাছ ধরার একাধিক ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ছয়জন।

পুলিশ জানায়, কক্সবাজার শহরের কলাতলী পয়েন্ট এলাকায় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে একটি ট্রলার উদ্ধার করেন লাইফ গার্ড ও বিচকর্মীরা।

এসময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন মোহাম্মদ জামাল (৩৭) নামের এক জেলে। পরে তাকে মুমুর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক+ মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) তানভীর হোসেন বলেন, ঝড়ো হাওয়ার কবলে পড়ে ২৩ জেলে নিয়ে ‘এফবি রশিদা’ নামে একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটির আরও চার মাঝিমাল্লা নিখোঁজ রয়েছেন। উদ্ধার হয়েছে অন্তত ২৫ জন জেলে।

ট্রলার ডুবিতে নিহত ব্যক্তি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকার বাসিন্দা। ডুবে যাওয়া ‘এফবি রশিদা’র জেলে মোহাম্মদ ফরহাদ বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে সাগরের কলাতলী পয়েন্টে আমরা ঝড়ো বাতাসের কবলে পড়ি। তখন ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় ট্রলারটি ডুবে যায়। আমাদের চার জেলে ঢেউয়ের স্রোতে ভেসে গেছেন।

এদিকে, একইদিন উখিয়ার রেজু খালের মোহনায় উদ্ধার হয় মো. কামাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তির লাশ। তিনি কক্সবাজারের পেকুয়া রাজাখালী এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শামীম হোসেন।

তিনি বলেন, ইনানী সমুদ্র উপকূলের পাটুয়ারটেক পয়েন্টে ঝড়ের কবলে পড়ে অন্তত ৫টি ফিশিং ট্রলার। এরমধ্যে একটি ট্রলারের এখনও দুই জেলে নিখোঁজ রয়েছে। একজনের লাশ উদ্ধার হয়েছে। সবগুলো ফিশিং ট্রলারও উদ্ধার হয়েছে।

মানবকণ্ঠ/আরএইচটি