চট্টগ্রামের রাউজানে দুবৃর্ত্তের গুলিতে গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জানে আলম সিকদার নিহত হয়েছেন। আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে এভারকেয়ার হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষনা করেন।
চট্টগ্রাম জেলা পুলিশের রাউজান-রাঙ্গুনীয়া সার্কেলের এএসপি বেলায়েত হোসেন জানান, রাত ৮টার দিকে অলিমিয়া হাট এলাকায় জানে আলম সিকদারকে মোটরসাইকেলে করে আসা একদল মুখোশধারী গুলি করে পালিয়ে যায়। এসময় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
তিনি আরও জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি এখনও জানা যায়নি। তবে ঘটনা অনুসন্ধান ও জড়িতদের ধরতে কাজ চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।




Comments