চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত ৯টার দিকে ভোলাহাট উপজেলার খাপানির বিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই উপজেলার দূর্গাপুর কামারটোলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে আলমগীর (২৫) ও ইয়াকুব (২২)।
স্থানীয়রা জানান, রাতে রহনপুর থেকে ভোলাহাটে ভ্যানে আসছিলেন কয়েকজন। এ সময় খাপানির বিল এলাকায় ভ্যানটি পৌঁছালে ডাকাতরা নারীদের স্বর্ণালংকারসহ টাকা-পয়সা কেড়ে নেয়। নারীদের একজন ডাকাতদলের এক সদস্যকে চিনে ফেলে এবং চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। পরে স্থানীয়রা ডাকাতদলকে ঘিরে ধরে। এ সময় ধাওয়া খেয়ে পালানোর সময় ইয়াকুব ও আলমগীর ধরা পড়ে। সেখানেই গণপিটুনিতে তারা মারা যান।
ডাকাতির শিকার এক নারী বলেন, শিবগঞ্জ বাজারের একটি এটিএম বুথ থেকে ২০ হাজার টাকা তুলে বাসায় ফিরছিলাম। পথে গাছের গুড়ি দিয়ে গতিরোধ করা হয় আমাদের। টাকাগুলো লুকানোর জন্য বাচ্চার ফিডারের মধ্যে রাখলেও তা ছিনিয়ে নেয়। পাশাপাশি আমার কানের দুল খুলে নেয় ডাকাত দলের সদস্যরা।
এ বিষয়ে ভোলাহাট থানার ওসি শাহীনুর রহমান গণমাধ্যমকে বলেন, ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মাণববকন্ঠ/আরআই
Comments