Image description

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে সরকারি সড়কের জায়গা দখল করে নির্মাণ করা বাউন্ডারি ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  সোমবার (২৪ মার্চ) উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের হাজীর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। 

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলার সাতবাড়িয়া এলাকায় পথ শ্রেণীর জায়গায় অবৈধভাবে বাউন্ডারি নির্মাণ করেছিলেন বাচা মিয়ার ছেলে সাইফু উদ্দিন এমন অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করে সত্যতা মেলে অভিযোগের। অবৈধভাবে নির্মিত স্থাপনা সরিয়ে নিতে বারবার নোটিশ প্রদান করা হলেও কোন কাজ না হওয়ায় আজকের উচ্ছেদ অভিযানের মাধ্যমে জনসাধারণের জন্য চলাচলের পথ উন্মুক্ত করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, জনসাধারণের চলাচলের পথে অবৈধভাবে বাউন্ডারি নির্মাণ করে জন দুর্ভোগ সৃষ্টি করেছিলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করা হয়েছে।