
চট্টগ্রামে নাশকতার চেষ্টার অভিযোগে বিশ্ব রাজ দেব (৩১) ও মো. নুর আলম (৩০) নামের দুই যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে নগরের বন্দর থানার বড়পুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গত ১৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতার ব্যানারে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী বড়পুল মোড় থেকে পোর্ট কানেক্টিং রোড এলাকায় একটি মিছিল বের করেন। হাতে মশাল, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং নাশকতার চেষ্টা চালান।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গ্রেফতারকৃত দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Comments