
টাঙ্গাইলের সখীপুরে ব্যাটারি চালিত অটোভ্যান চুরি করে পালানোর সময় জাহিরুল ইসলাম(৩২) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের পাওধোয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। সে জেলার গোপালপুর পৌরসভার রামদেব বাড়ির আ.রশিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে শ্রীপুর রাজনীতি মোড় গ্রামের বাবলু মিয়ার ব্যাটারি চালিত অটোভ্যান চুরি করে পালানোর চেষ্টা করে। পরে পাওধোয়াচালা এলাকায় পৌঁছলে স্থানীয় জনতা জহিরুলকে হাতেনাতে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে একই দিন সকালে ওই ইউনিয়নের কাজিরামপুর আলীর মোড় নামক এলাকায় শাকিল (২৪) নামের এক মোটরসাইকেল চোরকে আটক করে জনতা। সে উপজেলার কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া থেকে মোটসাইকেল চুরি করে পালানোর সময় জনতার হাতে ধরা পড়লে গনপিটুনি দিয়ে তাকে পুলিশে দেওয়া হয়।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Comments