
বরিশাল নগরীর ফিশারি রোড এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল থেকে চারজনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। রোববার রাত ৯টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন- বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মোঃ শাহিন শেখ (৪০), ছাত্রলীগ কর্মী মোঃ শাহাদাত হোসেন অপু তালুকদার (১৯), যুবলীগ কর্মী মোঃ সজিব হাওলাদার (৩৭) ও আওয়ামী লীগের সদস্য মোঃ সাকির হোসেন সনেট (৩৮)।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিলের সময় এই চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Comments