Image description

হাত না থাকার প্রতিবন্ধকতা জয় করে পা দিয়ে লিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করা জসিম মাতুব্বর (২৫) এখন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়ছেন। লেখাপড়ার পাশাপাশি ফল ও কাঁচামালের ব্যবসা করে জীবনযুদ্ধে এগিয়ে চললেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে ব্যর্থ তিনি।

নগরকান্দা উপজেলার কদমতলী গ্রামের এই তরুণ আঙুলের ছাপ দিতে না পারায় এনআইডি পাচ্ছেন না। জসিম বলেন, “পা দিয়ে লিখে এইচএসসি পাস করেছি, কিন্তু আঙুলের ছাপ না থাকায় এনআইডি পাচ্ছি না। ২০২৩ সাল থেকে নির্বাচন অফিসে ঘুরছি, অনলাইনে আবেদন করেও কোনো ফল হয়নি।”

২০১৬ সালে একটি ভ্যানগাড়ি ও ২০২২ সালে জেলা প্রশাসকের কাছ থেকে ৬০ হাজার টাকার পুরস্কার পেয়েছেন জসিম। তবু এনআইডি’র অভাবে কলেজের কাজে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাকে।

নগরকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাওন সাগর বলেন, “জসিমের শারীরিক প্রতিবন্ধকতার কারণে এনআইডি ইস্যুতে জটিলতা রয়েছে। তবে তার কার্ড করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।” উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন জানান, “জসিমের বিষয়টি গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করা হবে।”