Image description

লালমনিরহাটের পাটগ্রামে দুই জন মাদকসেবিকে হাতেনাতে ধরেছে উপজেলা প্রশাসন। গতকাল (২৫ সেপ্টেম্বর) সন্ধায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানাসহ কারাদণ্ড দেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।

জানা যায়, পাটগ্রাম থানাপাড়া এলাকার বসতবাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে প্রকাশ্যে মাদক সেবন করছিল মানিক ( ৩৫) ও রিপন (২৫)। গোপন তথ্য পেয়ে পাটগ্রাম ইউএনও থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় তাদের হাতেনাতে আটক করে। পরে তাদের প্রত্যেককে ৫০০ টাকা অর্থদণ্ডসহ ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

মানিক থানাপাড়া এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে ও রিপন লালমনিরহাট সদর উপজেলার মৃত ইউসুফ আলীর ছেলে। 

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, আমি বসে নেই। বিভিন্ন স্থানে এধরনের খবর পেলে তাৎক্ষণিক চেষ্টা করছি অভিযান পরিচালনা করার। 

অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে তিনি বলেন, বালু মহাল আইন ভঙ্গ, মাদক, জুয়া, অনৈতিক কর্মকান্ডসহ বিভিন্ন বিষয়ের ওপর অভিযান পরিচালনা করে আসছি। পাশাপাশি সচেতন হওয়ারও পরামর্শ দিচ্ছি।