Image description

রাজৈর উপজেলায় মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য ভয়াবহ আকার ধারণ করেছে। তবে এরই মধ্যে শক্ত হাতে লাগাম টেনে ধরছেন ওসি মো: মাসুদ খান। থানায় যোগদানের পর থেকেই তিনি ঘোষণা দিয়েছেন, মাদকের সাথে কোনো আপস নেই।

গতকাল বৃহস্পতিবারও (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুদ খানের নেতৃত্বে এসআই এনায়েত করিম, এএসআই নাসির ও সঙ্গী ফোর্স হোসেনপুর ইউনিয়নে অভিযান চালায়। ওই অভিযানে গ্রেফতার হন হোসেনপুর গ্রামের মজিবর সর্দারের ছেলে রাজীব মিয়া (২৪)। তার কাছ থেকে উদ্ধার হয় ২০০ গ্রাম গাঁজা। 

বর্তমানে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আজ শুক্রবার জেল হাজতে প্রেরন করবে।

থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে রাজৈর থানায় রেকর্ড ১৪৬টি মাদক মামলা হয়েছে। এ সময়ে গ্রেফতার হয়েছেন ১৮১ জন আসামি। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক ৫ হাজার ৫২২ পিস ইয়াবা, ৪০ কেজি ৫৫ গ্রাম গাঁজা, ৭ ক্যান বিয়ার, ১১ বোতল বিদেশী মদ এবং প্রায় দেড় হাজার লিটার দেশি মদ।

স্থানীয়রা জানান, রাজৈরে মাদক ব্যবসায়ীরা এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। তবে অভিযোগ আছে, কিছু প্রভাবশালী আশ্রয়দাতা ওসির বদলি চেয়ে নানা তদবির চালাচ্ছে।

এ বিষয়ে ওসি মো: মাসুদ খান বলেন, মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নেই। রাজৈরকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।