
মাদারীপুরের কালকিনিতে এক গৃহবধূকে ঘরের ভেতর আটকে রেখে শারীরিক নির্যাতন চালিয়েছে কয়েকজন যুবক। বৃহস্পতিবার সকাল থেকেই এমন একটি নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে উপজেলা জুড়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
নির্যাতনের শিকার গৃহবধূর নাম বুলু বেগম। তিনি উপজেলার বাঁশগাড়ী এলাকার খুনেরচর গ্রামের বাসিন্দা। সে বিধবা এবং দুই সন্তানের জননী।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গৃহবধূ বুলু বেগমকে বুধবার রাতে একটি টিনেসেডের ঘরের মধ্যে আটকে রাখে কয়েকজন যুবক। পরে সেখানে বসে ওই গৃহবধূকে মারধর করতে দেখা যায়।
এ সময় ওই গৃহবধূ চিৎকার করে বলতে থাকে,"আমাকে মিথ্যা অপবাদ দেবেন না, আমি বিষ খেয়ে মরে যাব, আমাকে আর মারবেন না।" তখন ওই যুবকরা বলতে থাকে,"আমাদের টাকা না দিলে অনেক ক্ষতি করা হবে তোকে। এ সময় গৃহবধূকে বারবার রামদা দিয়ে আঘাত করে তারা।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন সচেতন মহল প্রশাসনের কাছে ওই অপরাধীদের বিচার দাবি জানায়।
Comments