Image description

মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ভবানীপুর বিশ্বাসপাড়া গ্রামের একটি কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত রাতের কোন এক সময় অজ্ঞাত দুষ্কৃতিকারীরা মন্দিরে প্রবেশ করে দুটি মূর্তির হাত ও মাথা ভেঙে দেয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি মন্দির কমিটিকে জানান। খবর পেয়ে মন্দির কমিটির সভাপতি রঞ্জন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। 

তিনি বলেন, সকালে স্থানীয়রা আমাকে খবর দিলে দ্রুত মন্দিরে যাই। দেখি দুটি মূর্তির হাত ও মাথা ভাঙা। আমাদের মন্দিরটি নির্জন স্থানে হওয়ায় এটি অরক্ষিত ছিল। সেই সুযোগে দুষ্কৃতিকারীরা এ কাজ করেছে।

তিনি আরও জানান, আমাদের গ্রামে হিন্দু-মুসলমান সবাই মিলেমিশে বসবাস করি। এখানে কোনো সাম্প্রদায়িক বিভেদ নেই। তবে দুর্গাপূজার আগে এ ধরনের ঘটনা ঘটিয়ে এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা করা হতে পারে বলে আমরা মনে করছি।

ঘটনার খবর পেয়ে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মন্দির পরিদর্শন করেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ সুপারসহ র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও সেখানে গিয়েছেন। দুষ্কৃতিকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।