Image description

নাটোরের লালপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আব্দুল হান্নান (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। মৃত: আব্দুল হান্নান উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের রসুলপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ও বিলমাড়িয়া গ্রামের মৃত: আজা প্রামামিকের ছেলে। 
স্থানীয় সূত্রে জনা যায়, গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার  রসুলপুর আশ্রয়ন প্রকল্পের পাশে পুকুরে মাছ ধরতে যায়, স্থানীয়রা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে কিন্তু রাতভর তার খোঁজ পাওয়া যায়না। পরে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে স্থানীয়রা জাল টেনে ওই পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। 
এবিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান খবর পাওয়ার পর ঘটনাস্থলে একটি তদন্ত দল পাঠানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।