
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ২নং পঞ্চকরন ইউনিয়নের খাড়ইখালী গ্রামে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় এক কৃষকের বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনে কৃষক মোহাম্মদ মোশারফ হোসেন শিকদারের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে, যা তার স্বপ্ন ও জীবনের সম্বল কেড়ে নিয়েছে।
মোশারফ শিকদার জানান, রাতের আঁধারে কে বা কারা তার ঘরে আগুন লাগিয়েছে, তা তিনি দেখতে পাননি। তবে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি পক্ষ তাকে ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। তিনি বলেন, “আমি একাই ঘরে ছিলাম। আগুনে আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। নগদ ২০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণ, একটি টিভি, একটি ফ্রিজ, কাঠের আলমিরা, কাঠের পালঙ্ক, একটি পানির পাম্প এবং বাইরে থাকা ৩ হাজার লিটারের একটি পানির ট্যাঙ্কি পুড়ে গেছে। আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
স্থানীয়দের দাবি, ঘরের চারপাশে কোনো দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন লাগানো হয়েছে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, মাত্র আধা ঘণ্টার মধ্যে ঘরটি চারদিক থেকে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানান, আগুনের তাপের কারণে পানি নিয়ে ঘরের কাছে পৌঁছানো সম্ভব হয়নি।
শনিবার সকালে পাঁচগাও পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নাসির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ঘটনার তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। মোশারফ শিকদারের এই ক্ষতি পুষিয়ে উঠতে স্থানীয় প্রশাসন ও সমাজের সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন গ্রামবাসী।
Comments