
সিলেটের ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে কুলাউড়ায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছে সিলেট বাসীর আট দফা দাবি আদায় বাস্তবায়ন আন্দোলন কমিটি। শনিবার সকালে কুলাউড়া রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনটি আটকে প্লাটফর্মে অবস্থান ধর্মঘট পালন করা হয়।
আন্দোলন কমিটির সমন্বয়ক এবং কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইয়ের সঞ্চালনায় এই কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক এমপি নবাব আলী আব্বাস খাঁন, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর জাকির হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
আন্দোলনকারীরা তাদের দাবি আদায়ের জন্য প্রায় ২০ মিনিট ধরে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
উল্লেখ্য, সিলেটের ৮ দফা দাবির মধ্যে রয়েছে ঢাকা-সিলেট রুটে অনুমোদিত টাঙ্গুয়ার এক্সপ্রেস চালু, সিলেট-কক্সবাজার রুটে নতুন ট্রেন চালু এবং রেলপথ সংস্কার। গত প্রায় দুই মাস ধরে এই দাবিগুলো নিয়ে সিলেটের বিভিন্ন রেলওয়ে স্টেশনে আন্দোলন চলমান রয়েছে।
এই আন্দোলন স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সমর্থন পেয়েছে এবং রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হচ্ছে।
Comments