Image description

মৎস্য প্রজাতি ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় রাজশাহীর পুঠিয়া উপজেলায় কান্তার বিলে মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ চায়না দুয়ারী, সুতি, বেহুন্দী ও কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস। অভিযানে ৮০টি চায়না দুয়ারী জাল, ৩টি সুতি জাল, প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ৭টি বেহুন্দী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত সব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের বাজারমূল্য আনুমানিক সাড়ে ৩ লক্ষ টাকা বলে জানা গেছে। 

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস জানান, জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। এসব জাল ব্যবহারের ফলে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়, মৎস্য পোনা ও জলজ প্রাণী ধ্বংস হয় এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই অবৈধ জাল ব্যবহারের কারণে মৎস্য সম্পদ ও জলজ প্রাণীর স্বাভাবিক পরিবেশ হুমকির মুখে পড়ছে। 

তিনি আরও বলেন, “অবৈধ জাল ব্যবহারের অভিযোগ পেলেই আমরা ব্যবস্থা নেব। জাল মালিকদের শনাক্ত করে জেল-জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।” 

উপজেলার স্থানীয় জেলেরা এমন অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, জলাশয় ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এমন কার্যক্রম জরুরি ও সময়োপযোগী। এতে করে বৈধভাবে মাছ ধরার সুযোগ বাড়বে এবং বিলের স্বাভাবিক ভারসাম্য বজায় থাকবে।