Image description

গাজীপুর মহানগরের পূবাইল কলেজগেট এলাকায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিমেন্টবোঝাই একটি ট্রাকের সংঘর্ষে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া গেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের একটি এসি বগির দরজা ভেঙে যায় এবং কিছু সময়ের জন্য রেল চলাচল ব্যাহত হয়। সৌভাগ্যবশত কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সেভেন রিং কোম্পানির একটি ট্রাক কলেজগেট রেলক্রসিং অতিক্রম করার সময় হঠাৎ রেললাইনের ওপর আটকে যায়। এ সময় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে আসতে থাকলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও ট্রাকচালক ট্রাকটি সরানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। ঠিক সেই মুহূর্তে ট্রেনটি এসে ট্রাকের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে ট্রেনের একটি এসি বগির দরজা ক্ষতিগ্রস্ত হয়।

ট্রেনের একজন যাত্রী বলেন, “ট্রেনচালক সময়মতো ব্রেক কষে গতি কমিয়েছিলেন, যার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে আমরা সবাই ভীষণ আতঙ্কে ছিলাম। অল্পের জন্য বেঁচে গেছি।”

রেলগেট কিপার স্বপন জানান, তিনি একপাশের গেট বন্ধ করেছিলেন। কিন্তু ট্রাকটি হঠাৎ রেললাইনে আটকে যায়। তিনি বলেন, “অনেক চেষ্টা করেও ট্রাকটি সরানো যায়নি। এরপর ট্রেন এসে ধাক্কা দেয়।”

ট্রাকচালকও আতঙ্কিত কণ্ঠে জানান, “গাড়িটি হঠাৎ বন্ধ হয়ে যায়। বারবার চালু করার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই হয়নি। এর মধ্যেই ট্রেন এসে ধাক্কা দেয়।”

পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার এএসএম কামাল হোসেন জানান, ঘটনার সময় তিনি ডিউটিতে ছিলেন না। তবে তিনি জানতে পেরে কর্তব্যরত স্টেশন মাস্টারকে সিগনাল বাতিলের নির্দেশ দেন। তিনি বলেন, “গেটম্যানরা লাল পতাকা নিয়ে ট্রেনের সামনে দাঁড়ালে ট্রেনটি ধীর গতিতে আসে। তবুও ট্রাক সরাতে না পারায় সংঘর্ষ হয়। এতে ট্রেনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে ট্রাক সরিয়ে ট্রেন ছাড়তে প্রায় ২০ মিনিট বিলম্ব হয়।”

এ ঘটনায় রেল চলাচল সাময়িকভাবে ব্যাহত হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।