Image description

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে হানিফ (৫৫) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে ও টেঁটা মেরে হত্যা করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত হানিফ একই গ্রামের মৃত ইলা বেপারীর ছেলে। তিনি পেশায় গাড়িচালক এবং চার সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে হানিফের সঙ্গে তার চাচাতো ভাইদের বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে হানিফ ও তার চাচাতো ভাইদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মৃত মিনা বেপারীর ছেলে স্বাধীন ওরফে সেন্টু (২৫) ও জাহাঙ্গীর (২০) ধারালো দা ও টেঁটা নিয়ে হানিফের ওপর হামলা চালায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হানিফকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পরই অভিযুক্ত সেন্টু ও জাহাঙ্গীর পলাতক রয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত পরিবারের কয়েকজন সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে নিহত হানিফের ছোট মেয়ে স্মৃতি গণমাধ্যমকে জানান, "আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা আগেও হুমকি দিয়েছিল। আমরা দ্রুত বিচার ও হত্যাকারীদের  গ্রেফতার  চাই।"

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেএমও তৌফিক আজম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"