মিরপুরে ব্যবসায়ীর বুকে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি, অতঃপর...
কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া বালুরঘাট এলাকায় বালি ব্যবসায়ীর বুকে খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবির সময় রাজিব ইসলাম (৩২) নামে এক চাঁদাবাজকে আটক করেছে উত্তেজিত জনতা। পরে তাকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায়। আটক রাজিব তালবাড়িয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর মিরপুর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী তালবাড়িয়া বালির ঘাটে বালি ব্যবসায়ী নাসিরের প্রতিষ্ঠানে রাজিব ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এরপর ৬ অক্টোবর বিকেলে রাজিবের নেতৃত্বে ৪-৫ জনের একটি দল নাসিরকে একা পেয়ে ঘিরে ধরে। এ সময় রাজিব তার কোমর থেকে একটি পিস্তল বের করে নাসিরকে ভয়ভীতি দেখায়। নাসিরের পাশে থাকা প্রতিবেশী আবু সাঈদ ঘটনার প্রতিবাদ করলে তাকেও গুলি করার হুমকি দেয় রাজিব।
এ ঘটনায় উত্তেজিত জনতা রাজিবকে ধরে মারধর করে স্থানীয় পুলিশ ক্যাম্পে হস্তান্তর করে। পুলিশ পরে এসে রাজিবের হাতে থাকা পিস্তলটি পরীক্ষা করে নিশ্চিত করে যে এটি খেলনা পিস্তল। ঘটনার পর ভুক্তভোগী নাসির মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, “গতকাল তালবাড়িয়ায় জনতার হাতে খেলনা পিস্তলসহ একজন চাঁদাবাজ আটক হয়েছে। ভুক্তভোগী এ ঘটনায় মিরপুর থানায় মামলা দায়ের করেছেন। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, এ ধরনের চাঁদাবাজির ঘটনা এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। পুলিশ এ বিষয়ে আরও তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।




Comments