Image description

সিলেট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে ২৩৭টি ভারতীয় গরু এবং ৪২টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে। এটি ৪৮ বিজিবির ইতিহাসে সীমান্তে সবচেয়ে বড় গবাদিপশু আটকের ঘটনা। আটককৃত গরু ও মহিষের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ অক্টোবর) রাতভর সিলেটের গোয়াইনঘাট উপজেলা এবং সুনামগঞ্জের লাফার্জ সীমান্তে চোরাচালানবিরোধী এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নুরুল হুদা এবং গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। বিজিবি সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের ইটাচকি গ্রাম থেকে ২৩৭টি ছোট-বড় আকারের ভারতীয় গরু আটক করা হয়, যার আনুমানিক মূল্য ২ কোটি টাকা। এছাড়া, সুনামগঞ্জের লাফার্জ সীমান্ত থেকে ৪২টি ভারতীয় মহিষ আটক করা হয়, যার মূল্য প্রায় ১ কোটি টাকা।

গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক বলেন, “টাস্কফোর্সের এই অভিযানে অবৈধভাবে আনা ভারতীয় গরু ও মহিষ আটক করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে গোয়াইনঘাটে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক জানান, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত গরু ও মহিষের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এগুলো কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

এই অভিযান সীমান্তে চোরাচালান রোধে বিজিবির কঠোর অবস্থানের প্রমাণ বহন করে। স্থানীয় প্রশাসন এবং বিজিবির সমন্বিত প্রচেষ্টায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।