
মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে সরকার ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ নিধন ও পরিবহন নিষিদ্ধ করেন। তবুও পটুয়াখালীর দশমিনায় বন্ধ হচ্ছে না মা-ইলিশ নিধন। মা-ইলিশ রক্ষার্থে পটুয়াখালী জেলার বিভিন্ন পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তার ধারাবাহিকতায় রোববার সকাল ১১ টায় দশমিনা উপজেলা পরিষদ চত্তরে বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আবদুল আলিম তালুকদার, সহ-সভাপতি ডাক্তার মো. গোলাম মস্তফা, সাধারন সম্পাদক মো. শাহ-আলম শানু, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ফকরুজ্জামান বাদল, যুগ্ম সম্পাদক মো. হুমায়ন কবির মিলন ও দশমিনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাসান জিদনী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, এই ইলিশ অবরোধের শুরু থেকেই আমরা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন সরকারের দেয়া নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য ব্যানার ফেস্টুন করে মনববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। কিন্তু সরকারের এই নিষেধাজ্ঞাকে বৃধাঙ্গুলি দেখিয়ে দশমিনা উপজেলার নৌ-পুলিশ ও মৎস অফিসের কর্মকর্তারা অর্থের বিনিময়ে নদীতে ইলিশ মাছ ধরতে উদ্ভুদ্ধ করে এবং জেলেদের দিয়ে মাছ ধরায়।
বিএনপি নেতারা আরো বলেন, আমাদের দশমিনা-গলাচিপার অভিভাবক কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ভাইয়ের নির্দেশে এই নিষেধাজ্ঞা বস্তবায়ন করার জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আপনারা প্রশাসনের লোক হয়ে নিষেধাজ্ঞা বাস্তবায়নের পরিবর্তে অর্থের বিনিময়ে জেলেদের দিয়ে জাল ফেলবেন তা দশমিনা উপজেলা বিএনপি মেনে নেবে না। ইলিশ নিধন রক্ষার্থে আমাদের নেতা ও অভিভাবক হাসান মামুনের নির্দেশ বাস্তবায়নের জন্য যা করা দরকার আমরা উপজেলা বিএনপি তাই করব।
দশমিনা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদাউস আহম্মেদ বিশ্বাস বলেন, মানববন্ধনে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ দেয়া হয়েছে তা সঠিক নয়। আমরা অবরোধ সফল করার জন্য চেষ্টা করে যাচ্ছি। এরই মধ্যে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে ৭ জন শিশুকে তাদের মা-বাবার জিম্মায় দেয়া হয়েছে। বাকী ৪ জনকে ১ মাসের সাজা ও ৭ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। এছাড়াও ১০ থেকে ১২ টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে।
দশমিনা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়েজ আহম্মেদ বলেন, আমি দশমিনায় অতিরিক্ত দ্বয়িত্বে আছি। তাছাড়াও এখন পর্যন্ত আমার কাছে অর্থ নেয়ার বিষয় কোন অভিযোগ আসেনি। সুনির্দিষ্ট কারো বিষয় অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।
মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী; দেশে মোট পাঁচটি জেলায় ইলিশের অভয়াশ্রম হিসেবে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এতে তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার চর-ভেদুরিয়া থেকে চর-রুস্তুম পর্যন্ত। এর মধ্যে পটুয়াখালীর তেঁতুলিয়া, রামনাবাদ, আগুনমুখা, বুড়াগৌরাঙ্গ, আন্ধার মানিক ও পায়রা বিষখালী পর্যন্ত অভয়াশ্রম হিসেবে ধরা হয়েছে।
Comments