Image description

বাগেরহাটে গত ২৪ ঘন্টায় যুবদল নেতাসহ দুইজনকে হত্যার ঘটনা ঘটেছে। এছাড়া বাগেরহাট শহরের পচা দিঘীতে ভাসমান অবস্থায় সুমন্ত বিশ্বাস (৪৫) নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ও মঙ্গলবার বিভিন্ন সময় এ হত্যাকান্ড ও মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে। 

এর মধ্যে বাগেরহাটের কচুয়া উপজেলায় শিবপুর গ্রামে সোমবার গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় জাহিদুল ইসলাম মিন্টু (৪৫) নামে এক যুবদল নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় স্ত্রী ঝর্ণা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, দুই বিয়ের কারণে মিন্টুর পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। সোমবার গভীর রাতে বড় স্ত্রী ঝর্ণা বেগমের সাথে তার কথা-কাটাকাটির এক পর্যায়ে বাইরে থেকে ৮১০ জনের একদল সন্ত্রাসী এসে তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এছাড়া সোমবার সকালে বাগেরহাটের মোংলায় মটরসাইকেল ওভারটেকিং নিয়ে পূর্ব বিরোধের জেরে মহিদুল শেখ (৩২) নামে এক যুবককে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় তার স্ত্রীকেও মারধর করা হয়। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা দুই অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।