খালিয়াজুরীতে নাস্তা সেরে বাজারে বেরিয়ে বিষপান, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের বাঘাটিয়া গ্রামে পিয়াস চন্দ্র সরকার (৩২) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকাল ৯টা থেকে ১১টা ২৫ মিনিটের মধ্যে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে পিয়াস সরকার প্রতিদিনের মতো নাস্তা সেরে বাড়ি থেকে হায়াতপুর বাজারের উদ্দেশ্যে বের হন। সকাল আনুমানিক ৯টার দিকে একই গ্রামের অন্তর সরকার নামে এক যুবক পাশের এলাকায় জাল দিয়ে মাছ ধরার সময় দেখেন যে, পিয়াস রাস্তার পাশে বসে কান্নাকাটি করছেন।
অন্তর পিয়াসের কাছে গিয়ে জানতে পারেন যে, পিয়াস বিষপান করেছেন এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। পরবর্তীতে অন্তর সরকার বিষয়টি ফোনে পিয়াসের পিতা ননী গোপাল সরকারকে জানান। খবর পেয়ে ননী গোপাল সরকার, তাঁর অপর ছেলে অর্ঘ্য সরকার এবং স্থানীয়দের সহায়তায় পিয়াসকে নৌকাযোগে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তবে, বেলা ১১টা ২৫ মিনিটে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক পিয়াস সরকারকে মৃত ঘোষণা করেন।
মৃতের পিতা ননী গোপাল সরকার জানান, পিয়াস দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।
খালিয়াজুরী থানার এসআই করিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠান। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Comments