চট্রগামের রাউজানে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল 'হাত ধোয়ার নায়ক হোন'।বুধবার রাউজান উপজেলা সভাকক্ষে আয়োজিত পৃথক দুটি কর্মসূচির আয়োজন করে উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় ও রাউজান পৌরসভা।
সহকারী কমিশনার (ভূমি) ও রাউজান পৌরসভার প্রশাসক অংছিং মারমার সভাপতিত্বে এবং উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রহমত উল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুম কবির, পৌরসভার সচিব অনিল চন্দ্র ত্রিপুরা, সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, রাউজান পৌরসভার প্রকৌশলী শাহীন ইসলাম, পৌর কর্মকর্তা আরফানুল ইসলাম আবির প্রমুখ।
প্রধান অতিথি জিসান বিন মাজেদ বলেন, "হাত ধোয়ার নিয়মিত অভ্যাস করতে হবে। জীবাণুমুক্ত সমাজ গঠন করতে হবে।" তিনি বলেন, "সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে ৮০ রকম জীবাণু থেকে মুক্ত থাকা সম্ভব।" অংছিং মারমা বলেন, "কমপক্ষে ২০ সেকেন্ড ধরে সাবান অথবা ছাই দিয়ে হাত ধুতে হবে। তাহলে জীবাণু ধ্বংস হয়ে যাবে। তারপর হাত দিয়ে খাবার খেতে হবে।" আলোচনা সভার আগে একটি র্যালি বের করা হয়।
Comments