Image description

নওগাঁর মান্দায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর আঘাতে তফির উদ্দিন মন্ডল (৬৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার কাশোপাড়া ইউনিয়নের জাফরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

তফির উদ্দিন মন্ডল ওই গ্রামের মৃত চান্দা মন্ডলের ছেলে। 

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তফির উদ্দিনের দ্বিতীয় স্ত্রী জাহানারা বেগমের সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ঝগড়া চরমে উঠলে স্ত্রী জাহানারা বেগম তার স্বামীর মাথায় আঘাত করেন। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তফির উদ্দিন মন্ডল প্রাণ হারান।

খবর পেয়ে মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে।

মান্দা থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযুক্ত স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।