Image description

নীলফামারীর সৈয়দপুরের কাশিরাম বেলপুকুর ইউনিয়নের দেড়আনী গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি পরিবারের ১৩টি ঘর, আসবাবপত্র, মালামাল ও একটি নতুন অটোরিকশা পুড়ে ছাই হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এতে ১০টি পরিবারের ১৩টি ঘর পুড়ে ছাই হয়েছে। আসবাবপত্র, ধান, চাল, নগদ টাকা, মালামালসহ প্রায় কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডে সাজু হোসেন নামে এক ব্যক্তির নতুন অটোরিকশাও পুড়ে যায়।

স্থানীয় ব্যক্তি সাজু হোসেন বলেন, "আগের দিন ধার-দেনা করে অটোটি কিনেছিলাম। তা আগুনে পুড়ে যাওয়ায় পথে বসেছি।" অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাজু, হযরত, মিন্টু ও সবুজ জানান, "কোনো কিছু বুঝে ওঠার আগে সব পুড়ে ছাই হয়েছে।"

এ ব্যাপারে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সৈয়দপুর স্টেশনের স্টেশন অফিসার মো. হামিদুর রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।

কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানানো হয়েছে। স্থানীয়ভাবে সংগৃহীত শুকনো খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।