Image description

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকালে চন্দনাইশ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে র‍্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে।

সকালে বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চন্দনাইশের উপসহকারী প্রকৌশলী ফরহাদ উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, প্রধান শিক্ষক হাবিব উল্লাহ প্রমুখ। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীরা। অনুষ্ঠানে হাত ধোয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সঠিকভাবে হাত ধোয়া শেখানো হয়।