Image description

নেত্রকোনা মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে মাদকের ব্যাপকতা রোধে মাদক বিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ীকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। এ সময় তাদেরকে ১৬০০ টাকা অর্থদণ্ড করা হয়।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের নওহাল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে ৬ জনকে ৬টি পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন, মো. রবিউল খান (২০), আবুল কাসেম (৬৫), মো. মন্তু মিয়া (৫৩), কমল মিয়া (৪০), রফিকুল ইসলাম (৪৮), সৈয়দ মিন্টো (৪৫)।