এতিমদের জন্য বরাদ্দের কোটি টাকা আত্মসাতের অভিযোগে এতিমখানার সুপারের বিরুদ্ধে দুদকের মামলা

মাদারীপুরে এতিমদের জন্য বরাদ্দের কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে সাবেক সমাজসেবা কর্মকর্তা ও একটি এতিমখানার সুপারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বিকেলে দুদকের মাদারীপুর জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন সংস্থাটির উপসহকারী পরিচালক শ্যামল চন্দ্র সেন।
মামলার এজাহারে বলা হয়েছে, মাদারীপুর পৌর এলাকার হযরত শাহমাদার দরগাহ শরীফ এতিমখানার এতিমদের কল্যাণ ও প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য গত ৪ বছরে সরকার বিভিন্ন খাতে এক কোটি এক লাখ টাকা বরাদ্দ দেয়। অভিযোগ ওঠে যে, এই বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার না করে তৎকালীন শহর সমাজসেবা কর্মকর্তা শ্যামল পান্ডে এবং হযরত শাহমাদার দরগাহ শরীফ এতিমখানার সুপার মোহাম্মদ আল আমিন তা আত্মসাৎ করেছেন।
প্রধান কার্যালয়ে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক সেখানে কয়েক দফা তদন্ত পরিচালনা করে। পরে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় সাবেক শহর সমাজসেবা কর্মকর্তা শ্যামল পান্ডে ও হযরত শাহমাদার দরগাহ শরীফ এতিমখানার সুপার মোহাম্মদ আল আমিন-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
দুদকের মাদারীপুর কার্যালয়ের উপপরিচালক মো. আতিকুর রহমান জানান, এতিমদের অর্থ আত্মসাতের ঘটনায় দুদক মামলা করেছে। আসামিদের গ্রেফতার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন কর্মকাণ্ড করার সাহস না পায়।
Comments