২০২৫-২৬ অর্থবছরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে গতকাল ১৫ অক্টোবর বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মেঘনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান কাউছার। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মো. রাশেদ হাসান, অফিসার ইন চার্জ জনাব নিজাম উদ্দিন ভূঁইয়া এবং সেনাবাহিনীর লেফটেন্যান্ট সাজিদ অভিযানে উপস্থিত ছিলেন।
অভিযানের সময়ে ১৫,০০০ মিটার (মূল্য ৩,০০,০০০ টাকা) নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মা ইলিশ ০৪টি এতিমখানায় বিতরণ করা হয়।
রায়পুর উপজেলায় মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অফিস, রায়পুর থানা, বাংলাদেশ সেনাবাহিনী ও কোস্ট গার্ড সমন্বিতভাবে কাজ করছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে প্রতিদিন।
Comments