বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এসময় তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস, মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান তার বক্তব্যে বলেন, "ইতিমধ্যে উপজেলার বিভিন্ন জায়গায় পুলিশ আইনশৃঙ্খলার কাজ করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন। মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন। সম্প্রতি নাশকতা মামলার আসামি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করার পর পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আমরা কাজ করতে গিয়ে কোনো সহযোগিতা পাই না। তবে আমরা যদি রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা পাই তাহলে এ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন আরও দ্রুতগতিতে অগ্রসর হবে।"
সভায় সাবেক সংসদ সদস্য ও বর্তমান জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্শেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম রুহুল আমিন, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মোমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
Comments