Image description

রংপুরের পীরগাছায় একটি পোল্ট্রি ফার্মের প্রায় চার লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার সদর ইউনিয়নের কিসামত ছোট ঝিনিয়া গ্রামের মামুনের খামার সংলগ্ন ‘মেসার্স পীরগাছা পোল্ট্রি ফার্মে’ এ চুরির ঘটনা ঘটে। লাগাতার এ চুরির ঘটনায় ফার্মের মালিক শামছুজ্জামান খাঁন বাদী হয়ে স্থানীয় পাঁচজনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।

এজাহারের সূত্র ধরে বুধবার (১৫ অক্টোবর) ঘটনার স্থান পরিদর্শন করেন থানা এসআই মোস্তফা কামাল ও এএসআই শাহিন মিয়া। তবে তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম সংবাদে প্রকাশ করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না।

জানা যায়, ব্যবসায়ী শামছুজ্জামান খাঁনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স পীরগাছা পোল্ট্রি ফার্ম’। দীর্ঘদিন ব্যবসাটি সুনামের সাথে পরিচালনা করে আসছিলেন তিনি। পোল্ট্রি ফার্মটি স্থাপনের পর থেকে স্থানীয় কিছু বখাটে ও মাদকাসক্ত যুবক শামছুজ্জামান খাঁনের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ২১ সেপ্টেম্বর শামছুজ্জামান খাঁন জরুরি কাজে ঢাকায় চলে আসেন।

এই সুযোগে বখাটেরা জিআই জাল কেটে তার খামারের ইলেকট্রিক মটর ২টি, ২৫টি সিলিং ফ্যান, সোলার প্যানেলের ব্যাটারী ১টি, টিউবওয়েল ৫টি, লোহার অ্যাঙ্গেল, পণ্য মাপার যন্ত্র, ওয়েট পাথর, ২টি ইলেকট্রিক ড্রিল মেশিন, স্যালো ইঞ্জিন ও জেনারেটরসহ মোট চার লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে প্রত্যক্ষদর্শী মাইদুল ইসলাম ও চাঁন মিয়া বিষয়টি শামছুজ্জামান খাঁনকে জানালে তিনি থানায় একটি এজাহার দায়ের করেন।

দীর্ঘদিনের ফার্মের কেয়ারটেকার সুমন মিয়া চুরি হয়ে যাওয়া স্থান ঘুরে ঘুরে দেখান সাংবাদিকদের। তার কথা ও এজাহারের বর্ণনা অনুযায়ী এ সংবাদ লেখা হয়।

স্থানীয় বাসিন্দা চাঁন মিয়া বলেন, চোরেরা সংঘবদ্ধভাবে একের পর এক খামারের মালামাল চুরি করে নিয়ে গেছে। তারা অধিকাংশই যুবক নেশার সাথে জড়িত।

পীরগাছা থানা ওসি রোমেল বড়ুয়া জানান, এজাহারের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে