নাটোরের লালপুরে ৯ নং এবি (অর্জুনপুর-বরমহাটি) ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ৯ নং এবি (অর্জুনপুর-বরমহাটি) ইউনিয়ন পরিষদের আয়োজনে আঙ্গারীপাড়ায় এই ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আরাফাত হোসেন, উপজেলা মৎস্য অফিসার এস.এম. মাহামুদুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল খাঁ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাসুদুর রহমান, অর্জুনপুর বরমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা জহুরুল হক সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও দাতা সদস্যবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
Comments