Image description

অবৈধভাবে মেইন লাইনের তার কেটে সংযোগ দেওয়ার ঘটনায় সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

ওজোপাডিকো-এর উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুল খালেককে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন প্রতিষ্ঠানটির উপ-বিভাগীয় প্রকৌশলী দীপক মিস্ত্রি।

তদন্ত কমিটি ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে। একইসাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রধান মো. আব্দুল খালেক জানান, "মানবকণ্ঠ পত্রিকায় ওজোপাডিকো নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সেটির বিস্তারিত তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর দৈনিক মানবকণ্ঠ পত্রিকায় ‘অবৈধভাবে মেইন লাইনের তার কেটে সংযোগ দিলো ওজোপাডিকো’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদন প্রকাশের পরই তদন্ত কমিটি গঠন করা হয়।