Image description

বরিশালের উজিরপুরে বিভিন্ন বিল অঞ্চল থেকে এক শ্রেণির অসাধু চোরা শিকারি প্রতিনিয়ত অতিথি পাখি শিকার করে প্রকাশ্যে বিক্রি করে আসছে।

স্থানীয়রা জানান, উপজেলার মশাং, হারতা, জল্লা, সাতলা ইউনিয়নের বিভিন্ন বাজারে ভোর থেকে অতিথি পাখির হাট বসে।

এ বিষয়টি স্থানীয়রা উজিরপুর বন বিভাগকে অবগত করলে ১৮ অক্টোবর সকালে মশাং বাজারে অভিযান চালিয়ে বিলুপ্তপ্রায় দেশি প্রজাতির পাখিসহ ২০টি অতিথি পাখি শিকারীকে আটক করে। 

উপজেলা বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, তিনি গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পাখি সহ বিক্রেতাকে হাতেনাতে আটক করেন। এ সময় উপজেলা বন কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে বন প্রহরী বদিউজ্জামান হাওলাদার, বাদল গ্রাম পুলিশ মোহাম্মদ সেলিম শেখ উপস্থিত ছিলেন।

পাখি শিকারি ও বিক্রেতা সুশীল বিশ্বাস (৬৫)-কে আটক করে উপজেলা সদরে নিয়ে আসেন।

এরপরে বিভিন্ন আইনের জটিলতার কারণে পাখিগুলি অবমুক্ত করার জন্য বন কর্মকর্তা বিভিন্ন দপ্তরে ঘুরতে থাকেন। পরে গৌরনদী বন রেঞ্জ কর্মকর্তা নুরুল ইসলাম বিশ্বাসের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সহায়তায় পাখিগুলি পৌর সদরের ৯নং ওয়ার্ডের পরমানন্দসাহা গ্রামে সন্ধ্যা নদীর চরে মুক্ত করা হয়।

পাখি বিক্রেতা সুশীল বিশ্বাস জানান, তিনি সাতলা নয়াকান্দি গ্রাম থেকে ২০টি পাখি ৭ হাজার টাকায় ক্রয় করে নিয়ে আসেন মশাং বাজারে বিক্রির জন্য। সুশীল বিশ্বাস হারতা ইউনিয়নের কালবিলা গ্রামের সুরেন বিশ্বাসের পুত্র।