Image description

নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ে শনিবার (১৮ অক্টোবর) ‘ড্রিমস জিকে’ অলিম্পিয়াড মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে ৫০ মিনিটব্যাপী ৫০ নম্বরের এই পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা বিএনপির সদস্য সচিব সাইফুল্লাহ রুবেল, নীলফামারী সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাজেদ এবং নীলফামারী সরকারি কলেজের সহকারী প্রধান শিক্ষক মদন কুমার রায়।

এই পরীক্ষায় নীলফামারী সদর উপজেলার ২৫টি বিদ্যালয়ের ৭০০ জন শিক্ষার্থী অংশ নেয়। অংশগ্রহণকারীরা ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থী।

নীলফামারী সরকারি কলেজের প্রভাষক সোলায়মান আলী জানান, পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিটি শ্রেণি থেকে ১০ জন কৃতি শিক্ষার্থীকে বাছাই করা হবে। এক থেকে দশ জনের মধ্যে থাকা কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।