গফরগাঁওয়ে প্রফেসর ডা. হাদী ফাউন্ডেশনের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
ময়মনসিংহের গফরগাঁওয়ের কৃতিসন্তান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি (সাবেক পিজি হাসপাতাল) প্রয়াত প্রফেসর ডা. হাদী ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভার শিলাসী নিজ বাসভবনে, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি এবং ড্যাব-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রয়াত ডা. এম এ হাদীর বাড়িতে শুক্রবার দিনভর বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
দেশের খ্যাতিমান চিকিৎসকগণ দুস্থ, অসহায় ও সর্বস্তরের নয় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন।
প্রফেসর ডা. হাদী ফাউন্ডেশনের পরিচালক মো. দেলোয়ার হোসেন স্বাস্থ্য ক্যাম্পের বিষয়ে জানান, "সাবেক ভিসি প্রয়াত প্রফেসর ডা. হাদীর দুইজন ছেলে খ্যাতিমান চিকিৎসক। তাঁরা প্রবাসে থেকে স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করেন। এই স্বাস্থ্য ক্যাম্পটি আগামী দিনে সমৃদ্ধ হাসপাতালে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে।"
এছাড়াও প্রতি শুক্রবার দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকগণ স্বল্প ভিজিটে রোগী দেখছেন। হাতের কাছে এই স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবা প্রত্যাশীরা।
প্রফেসর ডা. এম. এ হাদীর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ এই স্বাস্থ্যক্যাম্প পরিচালনা করা হয়। শুক্রবার বাদ জুম'আ মরহুমের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Comments