Image description

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব ও গণমানুষের নেতা মরহুম আনিছুর রহমান লাকুর আত্মার মাগফেরাত কামনায় এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে মিঠাপুকুর উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার।

শোকসভায় বক্তারা বলেন, আনিছুর রহমান লাকু ছিলেন রংপুরের তৃণমূল রাজনীতির এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি সারাজীবন গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে রংপুর বিএনপি এক নিবেদিতপ্রাণ নেতাকে হারালো।

পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয় এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয় যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।