মাধবপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
হবিগঞ্জের মাধবপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
পরে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী তুষার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ইসমাইল তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম ও উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ মোহাম্মদ ফরিদুল হক।
এ ছাড়া আলোচনায় অংশ নেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমান ও মাধবপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর কবির প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
Comments