নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক দিচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। নির্বাচন কমিশনের এমন পক্ষপাতমূলক আচরণে সুষ্ঠু নির্বাচন নিয়ে দলটির আস্থা নেই বলেও জানান তিনি। জাতীয় নাগরিক পার্টি-এনসিপির বগুড়া জেলার অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
সোমবার বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন সারজিস আলম। এ সময় তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না থাকায় অন্যান্য দলগুলোর মতো গাঁ ভাসিয়ে এনসিপি সেখানে যায়নি। জামায়াত ইসলামী কখনও এককভাবে প্রতিনিধিত্ব করতে পারেনি দাবি করে সারজিস বলেন, এদেশের রাজনীতিতে এককভাবে কেউই শক্তিশালী নয়। তাই আওয়ামী আধিপত্য ঠেকাতে বিএনপি বা জামায়াত কেউই এককভাবে নেতৃত্ব দিতে পারবে না। সেজন্য এনসিপির শক্তিশালী প্রতিনিধিত্ব রাজপথের পাশাপাশি সংসদেও প্রয়োজন।
তিনি দলকে সুসংগঠিত করতে প্রতিটি জেলায় সমন্বয় সভা করছেন। তারই ধারাবাহিকতায় বগুড়ায় সমন্বয়সভা করতে এসে জেলা কার্যালয় উদ্বোধন করেন। পরে শহরের জেলা পরিষদ মিলনায়তনে সমন্বয় সভায় যোগ দেন সারজিস আলম। সমন্বয় সভা চলাকালে জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে সারজিস আলম ওই সভায় যোগদানের পরপরই দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এনসিপি নেতাকর্মীরা জানান, বিকট শব্দ শুনে সভা কক্ষ থেকে বেরিয়ে দেখেন ধোঁয়ায় আচ্ছন্ন মিলনায়তন প্রাঙ্গণ।
এ সময় তারা আরো একটি অবিস্ফোরিত ককটেল দেখতে পান। তাদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতিতে এরকম ঘটনা ঘটেছে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়লেও সভা সংক্ষিপ্ত করে সভাস্থল ত্যাগ করেন সারজিস আলম।
সভা শেষে সারজিস আলম বলেন, পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করতে একটি দল কাজ করছে। বাংলাদেশের নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন, তারা তাদের দায়িত্ব পালন করছেন না। নির্বাচনকে সামনে রেখে কিছু দোসর দেশকে আরও বিশৃঙ্খল করে তুলবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করতে। দল চিন্তা করে নিরাপত্তা ব্যবস্থাকে প্রাধান্য না দিয়ে সবাইকে নিরপেক্ষভাবে নিরাপত্তা দেওয়ার দাবি জানান তিনি। সভা শেষে সারজিস আলম দলীয় নেতাকর্মীদের নিয়ে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হন।
বগুড়া সদর থানা পুলিশের ইন্সপেক্টর হাসান বাশির বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা চলছে। পুলিশের একাধিক দল কাজ করছে।
সারজিস আলম সভাস্থল ত্যাগ করার পরপরই এনসিপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে বগুড়া শহর জুড়ে।
Comments