Image description

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে ভারতীয় শাড়িসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার খান সিটি সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০২টি ভারতীয় শাড়ী জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- ফেনী জেলার ছাগলনাইয়া থানার ছাগলনাইয়া পৌরসভার বাসিন্দা মো. জিয়াউদ্দিন বাবুল (৩০), যিনি মৃত আব্দুস হালিম মধুর ছেলে, এবং একই এলাকার আব্দুল মমিনের ছেলে মো. রিয়াদ হোসেন (২৬)।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবুল ও রিয়াদ হোসেন নামে দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ১০২টি ভারতীয় শাড়ী জব্দ করা হয়।

ওসি আরও বলেন, এই সময় মো. আলমগীর প্রকাশ ওয়ালটন আলমগীর (৪০) নামে একজন চোরাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে এবং সোমবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়।