Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর বাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ আশিক তাঁতি (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে হরুষপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল বাশারের নেতৃত্বে এসআই জয়পালসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার আশিক তাঁতি তেলিয়াপাড়া চা-বাগানের বাসিন্দা বিষু তাতীর ছেলে। তল্লাশির সময় তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল্লাহ বলেন, “গ্রেপ্তার আশিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”