Image description

সিরাজগঞ্জ পৌর শহরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হোসেনপুর ও মালশাপাড়া মহল্লায় সংঘর্ষের ঘটনায় বিশেষ অভিযানে ৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১১ টার দিকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করেন। এরআগে রাত ৯ টা থেকে দুই মহল্লার মাঝে সংঘর্ষ শুরু হয়।

বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ওই দুই মহল্লায় জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা দেয়। পরে যৌথ বাহিনী এলাকায় শান্তি রক্ষা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির পুনরুদ্ধারে ৭ জনকে আটক করে থানায় প্রেরণ করেছে। এসময় দেশীয় কিছু অস্ত্র ও লাঠিসোঁটা উদ্ধার করেছে তারা। মামলা শেষে তাদের আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।